প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ সেপ্টেম্বর, ২০১৯

রোহিঙ্গাদের হাতে অবৈধ মুঠোফোন নিয়ে উদ্বেগ

অবৈধভাবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে সংগঠিত হচ্ছে রোহিঙ্গারা বলে দাবি করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। গতকাল শনিবার এক বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গা ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং গণহত্যা শুরু হলে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক দিক বিবেচনায় সরকার তাদের টেকনাফে সাময়িক সময়ের জন্য আশ্রয় দান করে। আশ্রয় গ্রহণের সময় টেকনাফের এক শ্রেণির অসাধু ব্যক্তি ৫০০-১০০০ টাকায় রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করে। এর প্রতিবাদে মানববন্ধন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বা সরকার কর্ণপাত করেনি। এখন রোহিঙ্গাদের এ মোবাইল নেটওয়ার্ক সীমান্তের ওপারে সম্প্রসারিত থাকায় বিষয়টি উদ্বেগজনক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকার যদি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে ভবিষ্যতে রোহিঙ্গারা আরো বিপজ্জনক হয়ে উঠবে। কারণ ইন্টারনেটের গ্রুপ চ্যাটিংয়ের মাধ্যমে দ্রুতই তারা হাজার হাজার লোক সমবেত হতে নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close