সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৯

সোনারগাঁয়ের মশা ওষুধ প্রতিরোধী!

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভাবাসী অভিযোগ করেছেন, সেখানে ওষুধ ছিটানোর পরও মশা মরছে না। পৌর কর্তৃপক্ষও এসব কথা স্বীকার করে জানিয়েছে, মশা এখন ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে, তবে আগামী ৮-১০ দিনের মধ্যে নতুন ওষুধ কিনে তা ছিটানোর ব্যবস্থা করা হবে। এ ছাড়া পৌরসভার অনেক স্থানেই ওষুধ দেওয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের। পৌরবাসীদের অভিযোগ, পৌরসভার মাত্র দুজন কর্মী বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানোর কাজ করছেন। তারা বাসাবাড়িতে এসে ঘরের চারদিকে ওষুধ ছিটিয়ে চলে যান। বাড়ির আশপাশে ঝোপঝাড়ে ওষুধ ছিটানোর কথা বললে কর্তৃপক্ষের অনুমতি নেই বলে সাফ জানিয়ে দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের পুরানো মেয়াদোত্তীর্ণ ওষুধে কাজ হচ্ছে না। মশা এখন ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে। মশা মারতে হলে বিকল্পপন্থা বেছে নিতে হবে। এ ব্যাপারে মশার ওষুধ ছিটানোর তত্ত্বাবধানকারী পনির হোসেন বলেন, ঠিকমতো ওষুধ দেওয়া হচ্ছে কি না, সেটা দেখার দায়িত্ব আমার। কিন্তু মশা মরছে কি মরছে না; সেটা আমার দেখার দায়িত্ব নয়। এ ব্যাপারে পৌরসভার সচিব সামসুল আলম জানান, ওষুধ সরকারি নিয়ম মেনে কেনা হয়েছে। তবে এ ওষুধে এসিড মশা মরে না, সাধারণ মশা মরে। আগামী ১০-১২ দিনের মধ্যে নতুন ওষুধ ও নতুন মেশিনে ওষুধ ছিটানোর ব্যবস্থা কর হবে। পৌর মেয়র সাদেকুর রহমান বলেন, আমাদের লোকবল সীমিত, তাছাড়া অর্থ সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। সেজন্য আমরা ঠিকমতো ওষুধ ছিটাতে পারছি না। তবে কিছুদিনের মধ্যে ভালো ওষুধ কিনে পুনরায় ছিটানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close