চট্টগ্রাম ব্যুরো

  ১১ আগস্ট, ২০১৯

বাঁশখালীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ছনুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওতাধীন উলুখালী গ্রাম। এই গ্রামের বাসিন্দারা অত্যন্ত ধার্মিক। মসজিদে আজান হলে শিশু-যুবক ও বৃদ্ধ একসঙ্গে মসজিদে চলে যান। এমনকি এলাকার সব দোকানদার আজানের সময় দোকানপাট বন্ধ করে মসজিদে গিয়ে ইবাদতে শামিল হন। এই এলাকার বাসিন্দারা শুধু ধার্মিকতায় রোল মডেল নয়, তারা আবার বিভিন্ন সামাজিক কর্মকা-েও এগিয়ে আছে। এরই জলন্ত প্রমাণ তাদের মসজিদের যাওয়ার রাস্তাটির সংস্কার কার্যক্রম। এলাকাবাসী তাদের মসজিদে যাওয়ার রাস্তাটির গুরুত্ব অনুধাবন করে সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

গতকাল শনিবার ভোরে প্রায় ৩০ থেকে ৩৫ জন লোক জড়ো হয়ে রাস্তার সাইড ভরাটের উদ্দেশ্যে মাটি কাটা শুরু করেন। এ কাজের তদারকি করেন মাওলানা মীর মোহাম্মদ আদম এবং সমাজ সেবক আবদুস সবুর। মাটিকাটা চলাকালীন সময়ে স্বেচ্ছায় শ্রম দেওয়া লোকজনকে অনুপ্রেরণা, উদ্দীপনা ও উৎসাহ দিয়েছেন ওই এলাকার দুই যুবক। তারা হচ্ছেন এনজিওকর্মী মো. রফিক ও ক্রীড়াবিদ মো. রবিউল আলম। এই দুই যুবক স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে নিয়োজিত লোকজনের আপ্যায়নের ব্যবস্থা করেন। এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের এলাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই এলাকার বাসিন্দারা। এই এলাকার মানুষের সেবামূলক কর্মকা-ের সুনাম ছড়িয়ে পড়ছে বাঁশখালীর সর্বত্র। এনজিওকর্মী মো. রফিক এ জানান, আমাদের এলাকার মুসল্লিদের মসজিদে যাতায়াতের রাস্তাটিতে ইট বসানোর আগেও এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট কার্যক্রমে অংশ নিয়েছিল। সর্বশেষ ৩০ থেকে ৩৫ জন লোক রাস্তার সাইড ভরাটের কাজে এগিয়ে এসেন। এ একটা ভালো নজির। নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার এই উদ্যোগ প্রশংসনীয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close