বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ০৮ মে, ২০১৯

‘শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার’

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে ৩৭ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ২৬ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছেন। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ থেকেই বোঝা যায়, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছে।’ সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট অঞ্জনা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপপরিচালক আবুল কালাম আজাদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close