গাইবান্ধা ও সাদুল্যাপুর প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০১৯

গাইবান্ধা-৩ আসনে নৌকার বিজয়

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনের রাত ৮টার দিকে বেসরকারি ফলাফলে বিজয়ী ঘোষণা করা হয়েছে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকারকে। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোট পেয়েছেন জাপা (এ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল)। তিনি পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট। জাসদ প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল) ১১ হাজার ৬৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ) ১ হাজার ৪৮ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) ৫৪৪ ভোট।

একাদশ জাতীয় সংসদ স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী গতকাল রোববার কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাপা (জাফর) মনোনীত ঐক্যফন্ট প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন। গাইবান্ধার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই দুই উপজেলার ১৩২টি কেন্দ্রে এ ভোটগ্রহণ করা হয়। এতে ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, বিজিপি ২০ প্লাটুন, র‌্যাব ২০ প্লাটুন ও ১ হাজার ৫৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close