চট্টগ্রাম ব্যুরো

  ১৯ জানুয়ারি, ২০১৯

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সচেতন হতে হবে : নওফেল

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, বেশি চাপ প্রয়োগ করলে শিশুর যে সৃষ্টিশীল চিন্তা সেটা হারিয়ে ফেলবে। তার নিজের পথ নিজে বেছে নেওয়ার যে চিন্তা এর থেকে সে ডিরেইলড হয়ে যাবে, বিষণœœতায় ভুগবে। গতকাল শুক্রবার সরকারি নাসিরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে মাইজভা-ারি একাডেমি শিশু-কিশোর সমাবেশের যুগপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী।

উপমন্ত্রী বলেন, মানসিকভাবে উৎফুল্ল থাকলে শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি লিখতে-পড়তে ও গুনতে পারে, এই বেসিক যে দক্ষতাটা সেটা যদি হয়, সে কিন্তু তার জীবন নিজেই সাজিয়ে নিতে পারবে। উপমন্ত্রী ছাড়াও এতে বক্তব্য দেন কর্নেল শওকত ওসমান, চিত্রনায়ক রিয়াজ, সংগঠনের সভাপতি ড. হেলাল উদ্দিন, মীর মো. তরিকুল আলম ও শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close