reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ডিসেম্বর, ২০১৮

বিজয় দিবস উপলক্ষে পরমাণু শক্তি কমিশনের আলোচনা সভা

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে গত শনিবার ‘মুক্তিযুদ্ধ, বিজয় ও উন্নয়নের রোল মডেল আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাকিল আহমেদ খান, পরিচালক, জীববিজ্ঞান বিভাগ, বাপশক, ঢাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনাদর্শের ওপর আলোকপাত করেন। মূল প্রবন্ধের ওপর বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা প্রধানরা এবং পরমাণু শক্তি কমিশনের সদস্য (প্রকৌশল) ড. ইমতিয়াজ কামাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close