শেকৃবি সংবাদদাতা

  ১২ আগস্ট, ২০১৮

শেকৃবিতে গাঁজাসহ ৪ বহিরাগত আটক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় গবেষণা মাঠে গত শুক্রবার রাত সোয়া ৮টায় গাঁজাসহ চারজন বহিরাগত শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটকদের শেরেবাংলা নগর থানায় সোপর্দ করে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহব্বত আলী সাংবাদিকদের জানান, রাত সোয়া ৮টায় কেন্দ্রীয় গবেষণা মাঠে উপউপাচার্য ড. মো. সেকেন্দার আলী, প্রক্টর ড. ফরহাদ হোসাইন, শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ মো. হাসানুজ্জামান আকন্দ, সহকারী প্রক্টর মো. দুলাল সরকার চারজন বহিরাগত শিক্ষার্থীকে গাঁজা সেবনকালে আটক করেন। পরে তাদের তাদের তল্লাশি করে গাঁজা, কাঁচি, ব্যাগ, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক কিছু টাকা পাওয়া যায়। পরে প্রক্টর স্যারের নির্দেশে জব্দকৃত মালামালসহ তাদের রাত পৌনে ১১টায় পুলিশে দেওয়া হয়।

আটকরা হলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী প্রকাশ রহমান, ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাদিম আনজুম রুমি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সোহাগ আলী ও ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পাপন আহমেদ।

শেরবাংলা নগর থানার এসআই অঞ্জন সরকার বলেন, গাঁজা ও কিছু মালামালসহ চারজনকে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close