খুলনা ব্যুরো

  ৩০ জুলাই, ২০১৮

খুলনায় নানা আয়োজনে বাঘ রক্ষার অঙ্গীকার

‘বাঘ বাঁচাই, বাঁচাই বন, রক্ষা করি সুন্দরবন’Ñ এ প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনে রোববার খুলনায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বন অধিদফতরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে ‘বাংলাদেশ টাইগার অ্যাকশন প্লান ২০১৮-২৭’ এর মোড়ক উন্মোচন করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশে বাঘের অস্তিত্ব আছে। বাঘ শিকার, বনাঞ্চল ধ্বংস, বাঘ-মানুষ দ্বন্দ্বের কারণে বাঘের সংখ্যা ক্রমেই কমছে। ২০১৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। মূল প্রতিপাদ্য বিষয়ে ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক ড. এম এ আজিজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist