সাভার প্রতিনিধি

  ০১ জুলাই, ২০১৮

কৃষি ও প্রাণিসম্পদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চদ্র চন্দ বলেছেন, দেশের অধিকাংশ মানুষ কৃষি ও প্রাণিসম্পদের ওপর নির্ভরশীল তাই এই মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) ডোল পদ্ধতিতে কাঁচা ঘাস সংরক্ষণ, বিএলআরআই লেয়ার স্ট্রেইন (২) স্বর্ণা, উন্নত জাতের দেশি মুরগি উৎপাদনে বিজ্ঞান সম্মত কৌশল এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের এইচআই পরীক্ষার জন্য এইচএ এন্টিজেন প্রযুক্তি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মৎস্য প্রাণিসম্পদমন্ত্রী এ সময় আরো বলেন উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রাসারণের ফলে মানুষের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, মেধাবী জাতি গড়তে হলে প্রাণিজ আমিষের বিকল্প নেই ও উৎপাদনের ফলে আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রইছউল আলম মন্ডল, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আইনুল হক, বিএলআরআইএর মহাপরিচালক ড. নাথু রাম সরকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে ১৫০ জন বিজ্ঞানী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist