নিজস্ব প্রতিবেদক

  ২৭ জানুয়ারি, ২০১৮

বিএনপি ছাড়া ভোটের জন্য রায়ে তড়িঘড়ি : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে ছাড়া নির্বাচন করতে চায় সরকার, তাই তড়িঘড়ি করে মামলার রায় দিচ্ছে।’ গতকাল শুক্রবার রাজধানীতে প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল। এরপর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ তারা (সরকার) হুমকি দিয়েছে, শক্তি প্রয়োগ করেছে, বলপ্রয়োগ করেছে। ভিন্নমত পোষণকারী কাউকেই তারা সুযোগ দি?তে রাজি না।’

বিএনপি নেতা আরো বলেন, ‘তারা এই গণতান্ত্রিক পরিবেশকে একেবারেই সংকুচিত করে ফেলেছে। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম, সেই গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘দ্রুততার সঙ্গে এ মামলা শেষ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের চেয়ারপারসনের আইনজীবীরা পরিষ্কার বলে দিয়েছেন যে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড।’ তিনি আরো বলেন, ‘তারা আগামী নির্বাচন করতে চান বিএনপিকে বাদ দিয়ে। এজন্য এই তড়িঘড়ি করে বিচারকাজ শেষ করা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist