নিজস্ব প্রতিবেদক

  ২৫ জানুয়ারি, ২০১৮

ঢামেকে পুলিশের সঙ্গে আনসারের মারামারি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রবেশকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের সঙ্গে এক আনসার সদস্যের মারামারির ঘটনা ঘটেছে। আহত অবস্থায় দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের চার তলায় আইসিইউয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত দুজন হলেন রাজধানীর মিরপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মাহবুবুল আলম ও ঢামেক হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য সাইফুল ইসলাম। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুবেল নামের এক পুলিশ সদস্য অ্যাপেনডিসাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালের ২১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। গতকাল তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর তাকে আইসিইউর পাশে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। তার সেবার দায়িত্বে ছিলেন কনস্টেবল মাহবুবুল আলম। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, বিকেলে রুবেলকে দেখার জন্য আইসিইউর গেট দিয়ে ঢুকতে চাইলে দায়িত্বরত আনসার সাইফুল কনস্টেবল মাহবুবকে বাধা দেন। পুলিশ পরিচয় দেওয়ার পরও ভেতরে ঢুকতে হলে ৫০ টাকা দাবি করেন সাইফুল।

তখন তাদের মধ্যে বাগবিত-া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী, কিছু ওষুধপত্র কিনে এনে আবার ঢুকতে চাইলে আনসার সদস্য মাহবুবের ওপর চড়াও হন। একপর্যায়ে চার-পাঁচজন আনসার সদস্য মিলে তাকে মারধর করে বলে অভিযোগ করেছেন কনস্টেবল মাহবুব।

এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার বাদল হাওলাদার জানান, এক পুলিশ সদস্যের সঙ্গে মারামারি ঘটনা শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু জাহের বলেন, ‘ওই আনসার সদস্যদের নিয়ে আমরাও বিপাকে আছি। বিষয়টি আমি বিস্তারিত শুনেছি। পরিচালক সাহেব হাসপাতালে এসে এ বিষয়ে ব্যবস্থা নিবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist