উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৭ জুলাই, ২০১৭

তিন মহাসড়কে ভয়াবহ যানজট কম চলছে আন্তজেলা বাস

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বর হয়ে তিনটি মহাসড়কে তিন দিনের যানজট আরোও ভয়াবহ ভাবে দেখা দিয়েছে। সিরাজগঞ্জ রোড পয়েন্টে গোলচত্ত্বরে তিন জাতীয় মহাসড়কে সব ধরনের যানবাহনে দীর্ঘ সারি জমেছে। খুবই ধীর গতিতে থেমে থেমে চলছে যান বাহন। নলকা মহাসড়কে ক্ষতিগ্রস্ত ধোপাকান্দি ও নলকা সেতু, খানাখন্দর এবং সংস্কার কাজের ধীর গতিকে যানজটের মুল কারণ বলে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন সহ সচেতন মহল।

গত সোমবার (২৪ জুলাই) সকাল থেকেই গোল চত্ত্বর হয়ে বনপাড়া, বগুড়া ও নলকা মহাসড়কে যানজট শুরু হয়। যা এখন ভয়াবহ রূপে দেখা দিয়েছে। গতকাল বুধবার বিকেল তিন অবধি বগুড়া মহাসড়কে হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত ২৬ কিলোমিটার, বনপাড়া মহাসড়কে হাটিকুমরুল থেকে দবিরগঞ্জ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ও নলকা মহাসড়কের পুরো ৫ কিলোমিটার জুড়েই বাস ট্রাক সহ সবধরনের যানবাহন গুলো যানজটে পড়ে থাকছে। মহাসড়কে খানাখন্দকে পড়ে বাস, ট্রাক প্রায়ই বিকল হয়ে পড়ছে। এদিকে পাবনা থেকে বগুড়াগামী লোকাল ও মেইল সার্ভিসের বেশির ভাগ বগুড়া না গিয়ে সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বর হয়ে পাবনা ফিরে যাচ্ছে। একই ভাবে সিরাজগঞ্জ ও বনপাড়া রুটে খুবই কম সংখ্যক লোকাল সার্ভিসের বাস চলাচল করছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। যানজট দূর করতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও সলংগা থানা পুলিশ গত সোমবার থেকেই মহাসড়কগুলোয় সর্বাক্ষণিক কাজ করলেও কোনো অগ্রগতি হচ্ছে না। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, এ যানজট একটি কঠিন সমস্যা হয়ে দেখা দিয়েছে। সলংগা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহ আলম জানান, চলমান অবস্থা নিরসনে পুলিশের ঘুম হারাম হয়ে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist