নাটোর প্রতিনিধি

  ২৩ জুলাই, ২০১৭

‘দেশের সব জায়গায় হাইস্পিডের ইন্টারনেট সংযোগ দেওয়া হবে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ২০১৮ সালের মধ্যে দেশের সকল স্থানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হাইস্পিডের ইন্টারনেট সংযোগ দেয়া হবে। গতকাল শনিবার দুপুরে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের আয়োজনে আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে আইসিটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করে ২০২১ সালের মধ্যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ৫ বিলিয়ন ডলার রফতানি করা সম্ভব। এই আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদের আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনিং শেষে দক্ষ জনশক্তি ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারবে। সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিংড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, এলআইসিটির প্রজেষ্ট ডিরেক্টর রেজাউল করিম এনডিসি, এলআইসিটি প্রজেষ্ট কম্পোনেন্ট টিম লীডার সামি আহম্মেদ, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist