চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০১৭

শ্রীকুটা-মুড়ারবন্দ রাস্তা

পিচ উঠে গিয়ে থকথকে কাদা

পিচ ঢালাই উঠে গিয়ে গর্তে ভরে গেলেও সংস্কার না হওয়ায় অচল হয়ে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন সড়ক। এর মধ্যে উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীকুটা হইতে মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (রঃ) সহ ১২০ আউলিয়ার মাজারে যাওয়ার রাস্তাটির বেহাল দশা। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে পথচারীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পুরাতন মহাসড়কের শ্রীকুটা স্ট্যান্ড থেকে মুড়ারবন্দ দরগাহ শরীফ ভায়া কাজিরখিল প্রায় ৪ কি.মি. পাকা রাস্তার কার্পেটিং উঠে গেছে রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার সামান্য বৃষ্টিতে কাঁদাপানি অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হয়। ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সড়কটির পাশে ১টি উচ্চ বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১টি এতিমখানা, ১টি প্রাইমারী স্কুল, ১টি কমিউনিটি ক্লিনিক এবং হযরত শাহজালাল (রঃ) অন্যতম সঙ্গী সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (রঃ) সহ ১২০ আউলিয়ার মাজার এখানে রয়েছে। এসব স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এ রাস্তাটি। তাছাড়া জনবহুল ১০টি গ্রামের সাধারণ মানুষ, কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত, শিক্ষার্থী এবং মাজারে আসা ভক্তবৃন্দসহ রোগীদের যাতায়াতে এ রাস্তাটি গুরুত্ব বহন করে। পুরো রাস্তার কার্পেটিং উঠে গিয়ে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ রাস্তা কবে সংস্কার হবে এ নিয়ে শংকিত রয়েছে এলাকাবাসী। এ বিষয়ে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এ্যাড. মাহবুব আলী বলেন, অচিরেই রাস্তাটির কাজ পুরোদমে শুরু হবে বর্তমানে রাস্তাটি সংস্কারের কাজ চলছে। কিন্তু কোন কাজ হয়নি। সড়ক ও জনপথ বিভাগ শায়েস্তাগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী শামিম হাসান জানান, রাস্তাটি সড়ক ও জনপথের এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বালু বোঝাই ভারী ট্রাক, ট্রাক্টর যাতায়াত করায় রাস্তাটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের তহবিল চেয়ে আবেদন করেছি। অর্থ বরাদ্দ পেলেই টেন্ডার দিয়ে রাস্তার কাজ শুরু করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist