ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০২০

ঢাকা-আগরতলা সড়ক

আখাউড়ায় ক্ষতিপূরণের শর্তে ছাড়া পেলেন ৩ ঠিকাদার

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিপূরণ দিতে সম্মত হওয়ায় অবশেষে মুচলেকায় ছাড়া পেলেন তিন ঠিকাদার। ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলন করা বালু সড়কের পাশে অবৈধভাবে রাখায় আখাউড়ার ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে প্রায় ৫০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে আখাউড়া ইউএনওকে বিষয়টি অবহিত করা হয়। তদন্ত শেষে ঘটনার জন্য আওয়ামী লীগ নেতাসহ তিন ঠিকাদারকে দায়ী করা হয়। এ ঘটনায় সোমবার পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাহিদ সোহাগ (৩৮), আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ভাতিজা হাসান খলিফা (৩২) ও শানু খলিফা (৪৫)।

গতকাল মঙ্গলবার ইউএনও তাহমিনা আক্তার রেইনা জানান, সরকারি সম্পদ রক্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত বাবদ ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সাপেক্ষে তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয় পুলিশ।

উল্লেখ্য, আখাউড়ার তিতাস রেল সেতুর পূর্বপাশে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক ও ঢাকা-সিলেট রেলপথের তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close