গাইবান্ধা প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০২০

গাইবান্ধায় ৫ দফা দাবিতে বিক্ষোভ

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে অতিরিক্ত-ফি ও ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল মঙ্গলবার শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনের জেলা শাখা।

সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা স¤পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক স¤পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।

তাদের দাবির মধ্যে আছে, জেলা ও উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা পরীক্ষা ও বিনামূল্যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনসহ পর্যাপ্ত চিকিৎসা সংরঞ্জামের ব্যবস্থা করা, করোনাকালে ছাত্রদের ১ বছরের বেতন-ফি মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ব্যতীত অনলাইন শিক্ষা কার্যক্রম বাতিলের দাবি জানান তারা। সেই সঙ্গে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিক ছাটাই বন্ধেরও দাবি জানান হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close