ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০১৯

ঈশ্বরদীতে সড়কের সংস্কারের দাবি অবরোধ

পাবনার ঈশ্বরদী লালপুর সড়কের এয়ারপোর্ট মোড় থেকে আরামাবাড়িয়া বাজার সংস্কারের দাবিতে অবরোধ করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার সকালে উপজেলা মুনসুর আলী ফিলিং স্টেশনের সামনের রাস্তা অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ সময় রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়ে পথচারীরা দুর্ভোগে পড়েন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সংগঠন ‘প্রতিশ্রুতি সেবা উন্নয়নমূলক সংস্থা’র আয়োজনে কর্মসূচি পালিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ ও পথচারী অংশগ্রহণ করেন।

এদিকে অবরোধের খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ এসে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধকারীরা জানান, ঈশ্বরদীর লালপুর সড়কের এয়ারপোর্ট মোড় থেকে আরামাবাড়িয়া বাজার পর্যন্ত চলাচলের জন্য একমাত্র প্রধান রাস্তাটি দীর্র্ঘদিন বছর ধরে ভগ্নদশা তৈরি হয়েছে। এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় জীবনহানির ঘটনা ঘটে। এ রাস্তা দিয়ে ভালো মানুষ চলাচল করলে অসুস্থ হয়ে পড়ে। বার বার দাবি জানানোর পরও অদৃশ্য কারণে রাস্তাটি সংস্কার করা হয় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close