শেরপুর (বগুড়া) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

শেরপুরে বিদ্যালয়ের জায়গা দখল করে চায়ের দোকান

বগুড়া শেরপুরের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে চায়ের দোকান। আর চায়ের দোকানগুলো যেন মিনি সিনেমা হল। এ ঘটনায় গত ২ মাস আগে চা-দোকানি কেফাত মিয়া ও ভৈরব চন্দ্রের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করলেও এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের আব্দুল আলীমের ছেলে কেফাত মিয়া ও সচিন্দ্র নাথ সরকারের ছেলে ভৈরব চন্দ্র সরকার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের পার্শ্বেই মাঠের জায়গা দখল করে চায়ের দোকান তৈরি করেছে। সেখানে টেলিভিশনের মাধ্যমে মিনি সিনেমা হল বানিয়ে বাণিজ্য করে আসছে তারা। এতে স্কুল চলাকালে ছাত্রছাত্রীদের পড়ালেখা দারুণভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে বারবার তাদের নিষেধ করা স্বত্ত্বেও দোকান দুটি অপসারণ করা হয়নি। গত দুই মাস আগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাকিল আহম্মেদ লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা খাতুন জানান, বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশের স্বার্থে দোকান দুটি অপসারণ করা প্রয়োজন। উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close