শাবিপ্রবি প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

শাবিপ্রবিতে ভর্তি আবেদন আজ থেকে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি আবেদন আজ বৃৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে, চলবে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি কমিটির সভাপতি ড. বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার ‘এ’ ইউনিটে ৬১৩টি আসন, ‘বি’ ইউনিটে ৯৯০টি ও ১০০টি সংরক্ষিত আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ফি বিকাশ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.admission.sust.edu) থেকে জানা যাবে।

প্রসঙ্গত, আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close