আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০১৯

ঈদ স্পেশাল ট্রেন প্রথমবারের মতো সান্তাহার-ঢাকা রেল

ঈদুল আজহা উপলক্ষে প্রথমবারের মতো বগুড়ার আদমদীঘিতে সান্তাহার-ঢাকা-সান্তাহার ঈদ স্পেশাল-৩ ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনটি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ট্রেন আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলাচল করবে। তবে ঈদের দিন ও ঈদের পরের দিন বন্ধ থাকবে। যাত্রীদের দাবি, ট্রেনটি স্থায়ীভাবে চলাচল করা প্রয়োজন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদ স্পেশাল ট্রেনটি সকাল ৮টায় সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে বেলা ২টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ওই একই ট্রেন রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ভোর ৫টা ১০মিনিটে সান্তাহার স্টেশনে পৌঁছাবে। ঈদে বাড়িফেরা মানুষদের জন্য ট্রেনটি চালু করায় সান্তাহারসহ নওগাঁ জেলা ও জয়পুরহাটের তিলকপুর, জাফরপুর এবং বগুড়ার আদমদীঘি, দুপচাঁচিয়াসহ বিভিন্ন এলাকার লোকজন দুর্ভোগের হাত থেকে রেহাই পেয়েছে। সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানায়, ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনগুলোর পাশাপাশি সান্তাহার-ঢাকা-সান্তাহার (ঈদ স্পেশাল-৩) চালু করা হয়। যাত্রী সাধারণের সুবিধার জন্য মাইকিং ও নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া ঈদের দিন সকল ট্রেন বন্ধ থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close