তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০১৯

তানোর ও মুন্ডুমালা পৌরসভা

২১ দিন সেবা বন্ধ

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। রাজশাহীর তানোর উপজেলার তানোর ও মুন্ডুমালা পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরাও সেখানে রয়েছেন। ফলে গত ২১ দিন ধরে পৌরসভায় নাগরিক সেবা প্রায় বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

তানোর পৌর মেয়র মিজানুর রহমান বলেন, ‘এই পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারি আন্দোলনে রয়েছেন। তাদের আন্দোলন কতদিন ধরে চলবে তা অনির্দিষ্ট। আমার কাছে যারা আসছেন তাদের সাধ্যমতো নাগরিক সুবিধা দেওয়ার চেষ্টা করছি।’

মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী বলেন, ‘সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবি মেনে নেওয়া হোক। প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবি যৌক্তিক।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close