সাভার (ঢাকা) প্রতিনিধি

  ০৪ মে, ২০১৯

সাভারে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ঢাকার সাভারে হাসিনা বেগম (৩২) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী ও শ^শুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর বাবা আব্দুল জলিল অভিযোগে জানান, বৃহস্পতিবার দুপুরে হাসিনার সঙ্গে ঝগড়া হয় তার পরিবারের। এরই জেরে হাসিনার স্বামী নুর আলম ও শাশুড়ি তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল শুক্রবার দুপুরে চিৎসাধীন তিনি মারা যান। এ ঘটনার পর থেকে স্বামী ও শ^শুরবাড়ির লোকজন বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। ওসি এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close