ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল মানসা বাজারের পূর্ব পাশের প্রবেশ পথের দুই পাশ ঘেঁষে গড়ে উঠেছে কয়েকটি ছোট-বড় অবৈধ স্থাপনা। সরকারি জায়গাজুড়ে দোকানঘর তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেকেই। বাজারের প্রবেশ পথে এমন অবস্থা বিরাজ করায় যাতাযাতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। ফলে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাস্তাজুড়ে এমনভাবে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে যে এখান থেকে একটি ভ্যান চলাচল করতে পারে না। এছাড়াও মানসা বাজারে কিছুদিন আগে কয়েক বার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অবৈধ স্থাপনার জন্য ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে নানা সমস্যায় পড়তে হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close