হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০১৯

হাটহাজারীতে রংমিস্ত্রি ও বোয়ালমারীতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পর্শে মহিউদ্দিন (২০) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের দাতারাম চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে ফতেয়াবাদের জালাল আহম্মদের পুত্র।

জানা যায়, শুক্রবার দাতারাম চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় একটি ভবনের বাহিরে রং করার সময় অসর্তকতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় মহিউদ্দিন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

থানার এসআই অজয় কুমার পাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই নুরুনব্বী বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এদিকে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রতিনিধি জানান, বোয়ালমারী পৌরসভার রায়পুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মিরাজুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম পৌরসভার রায়পুর চরপাড়া গ্রামের আব্দুল হক মোল্যার ছেলে।

প্রত্যদক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের পাশে খেজুর গাছের পাতা কাটার জন্য গাছে উঠে কৃষক মিরাজুল। ওই খেজুর গাছের উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের খোলা তার। পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খেজুর গাছের সাথেই ঝুলে থাকে মিরাজুল। স্থানীয় লোকজন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close