ফরিদপুর প্রতিনিধি

  ১২ মার্চ, ২০১৯

র‌্যাবের হাতে ভুয়া চাকরিদাতা আটক

ফরিদপুরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের অন্যতম হোতা লিয়াকত হোসেন (৩১) নামের একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ফরিদপুরের বোয়ালমারী থানার ফেলান নগর গ্রাম এলাকা থেকে তাকে আটক করে।

র‌্যাব জানায়, এ সময় আটককৃত লিয়াকতের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ভুয়া চাকরির নিয়োগপত্র, ভুয়া সীল ও স্ট্যাম্প প্যাড, ভুয়া স্ট্যাম্প এবং বিপুল পরিমান চাকরি প্রত্যাশিত ব্যক্তিদের আবেদনপত্র জব্দ করা হয়। লিয়াকত হোসেন দীর্ঘদিন যাবত ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় নিজেকে বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকতা, ব্যাংকার, সাংবাদিক ও একমি কোম্পানীর একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশী যুবকদের প্রতারিত করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close