আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

চাষাবাদ ব্যাহত

আমতলীতে কৃষি জমিতে পড়ে আছে বিদ্যুতের টাওয়ার

বরগুনার আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে পল্লী বিদ্যুতের একটি টাওয়ার গত দুই বছর ধরে মাটিতে পড়ে আছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই টাওয়ার অপসারণের কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে করে নষ্ট হচ্ছে লাখ টাকার সম্পদ। অন্যদিকে ওই জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে।

জানা গেছে, ১৯৮৯ সালে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ মহাসড়কের পাশ দিয়ে স্টিলের টাওয়ার দিয়ে বিদ্যুৎ লাইন সংযোজন করে। ২০১৬ সালে ওই লাইনের আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিসের পূর্ব পাশের একটি টাওয়ার অকেজো হয়ে ধসে পড়ে। গত দুই বছর ধরে ওই টাওয়ারটি মাটিতে পড়ে আছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই টাওয়ারটি অপসারণের কোনো উদ্যোগ নিচ্ছে না। টাওয়ার অপসারন না করায় জমি চাষাবাদে ব্যাহত হচ্ছে। আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী জিয়া উদ্দিন তরাফদার বলেন, স্টিলের টাওয়ারটি খুলতে না পারায় সরানো সম্ভব হচ্ছে না। পটুয়াখালী জেনাল অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close