রংপুর ব্যুরো

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

প্রশিক্ষণ শেষে বিদেশে যাচ্ছেন রংপুরের ৩১ যুবক-যুবতী

রংপুরের ৩১ জন যুবক-যুবতী কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মস্থলে যোগ দিতে এখন ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে রয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ জন। ওই ৩১ জন যুবক-যুবতী ইরাক, কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানে আত্মনিয়োগ করবেন বলে নিশ্চিত করেছেন রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান।

অধ্যক্ষ আরও জানান, দুই মাস প্রশিক্ষণের পর গত রোববার সন্ধ্যায় রংপুর নগরীর দমদমা এলাকায় টিটিসির হলরুমে ওই ৩১ জন যুবক-যুবতীর হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক এনামুল হাবীব।

এ সময় জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, দেশের মধ্যে রংপুর বিভাগের সর্বনিন্ম চার শতাংশ মানুষ বিদেশে থাকে। এর পরিবর্তন ঘটাতে এ অঞ্চলের মানুষদের উৎসাহি করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close