কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

নিম্নমানের সামগ্রী ব্যবহার

রাস্তার নির্মাণকাজ বন্ধ করলেন ইউএনও

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা-বড়খাপন রাস্তার জয়নগর গ্রামের নেকবরের বাড়ি থেকে দূর্লভপুর জামে মসজিদ পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করলে গত বৃহস্পতিবার বিকেলে কাজ বন্ধ করে দেন ইউএনও মো. জাকির হোসেন।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বন্ডকরণ প্রকল্পের আওতায় প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে ওই রাস্তাটির কাজ চলছিল। মেসার্স জহিরুল ইসলাম চৌধুরী নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রাক্কলন বহির্ভূতভাবে নিম্নমানের ইট ও বালু দিয়ে দায়সারাভাবে কাজটি করে আসছিল। গত বৃহস্পবিার সরেজমিনে ইউএনও অভিযোগের সত্যতা পেলে তিনি তাৎক্ষণিক কাজটি বন্ধ করে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাক্কলন মোতাবেক কাজটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close