চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

চৌহালীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সভা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ ইফতেখার রহমান জানান, উপজেলায় সাতটি ইউনিয়নের ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৪৫ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ১৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও বলেন, ‘৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১১ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ হজরত আলী মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি আব্দুল ওয়াহাব প্রমুখ।.

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close