ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০১৮

দফতরি কর্তৃক ধর্ষণ চেষ্টা

ফুলবাড়িয়ায় আক্রান্ত শিশুর পরিবার বিচার পায়নি এখন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের দপ্তরি কর্তৃক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ১১ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত নজরুল ইসলামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি বিদ্যালয় কর্তৃপক্ষ।

উপজেলার বাকতা গ্রামের আক্রান্ত শিশুকে গত পহেলা নভেম্বর ক্লাশ ছুটির পর দপ্তরি নজরুল ইসলাম বিদ্যালয়ের একটি রুমে শিশুটিকে নির্যাতন করে। এ ঘটনায় দপ্তরির বিচার চেয়ে শিশুর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরারর লিখিত অভিযোগ করেন। অভিযোগের চারদিন পার হলেও কোন বিচার না পেয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন মা। বিচার না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিশুর পিতা। প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, শিশু ছাত্রীযৌন নির্যাতনের ঘটনায় স্কুল পরিচালনা কমিটির সভা আহ্বান করা হয়েছিল, সেখানে উপস্থিত সবাই দপ্তরির চাকুরি থেকে বরখাস্ত করার জন্য বলেছেন। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম বলেন, দপ্তরি কর্তৃক শিশু নির্যাতনের ঘটনায় দুই সদস্য তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে। তবে যতটুকু শুনেছি তাতে নাকি ঘটনার সত্যতা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close