সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৮

সিরাজগঞ্জে ছয় জলদস্যুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জে ৬ জলদস্যুকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলকাবাসী। গুরুতর আহত জলদস্যু শাহাদত হোসেন ও রনিকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার সকালে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে পাচঠাকুরী গ্রামে যমুনা নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- সদর উপজেলার বাহুকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল হালিম, কাজীপুর উপজেলার কুড়ালীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেন, শুভগাছা গ্রামের তোতা মিয়ার ছেলে রনি, একই গ্রামের সেলিম রেজার ছেলে সোহাগ, তুজাম হোসেনের ছেলে বেলাল হোসেন ও চিলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে তুষার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ও এলাকাবাসির সূত্রে জানা যায়, সকালে পাচঠাকুরী এলাকায় যমুনা নদীতে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এ সময় একদল জলদস্যু ওই এলাকায় পৌছে জেলেদের জালে ধরা মাছ লুট করার চেষ্ঠা করে। এ ঘটনায় জেলে ও জলদস্যুদের মধ্যে ধস্তাধস্তি সৃষ্টি হয়। জেলেদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে জলদস্যুদের আটক করে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় ৬ জন জলদস্যুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত দুুই জলদস্যুকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি চার জনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়। জেলা জেনারেল হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন প্রতিদিনের সংবাদকে জানান, আহত ৬ জনের মধ্যে দ্ইু জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close