কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

কাশিয়ানীতে রাস্তার গাছ কেটে নিচ্ছেন স্থানীয়রা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি রাস্তার দুই পাশের গাছ কেটে নিচ্ছেন স্থানীয়রা। কোনো প্রকার অনুমতি ছাড়াই প্রতিনিয়ত রাস্তার পাশের গাছ কেটে উজাড় করা হচ্ছে। এতে প্রতি বছর সরকারের লাখ লাখ টাকার মূল্যবান গাছ লুটপাট হয়ে যাচ্ছে। নির্বিচারে গাছ কাটায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগে জানা যায়, গত তিন দিন আগে উপজেলার বেথুড়ী ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের বিষ্ণু সরকার ও কপিল সরকার নামে দুই ব্যক্তি রামদিয়া-ওড়াকান্দি এলজিইডি সড়কের পাশের বিশালাকৃতির দুইটি রেইনট্রি গাছ কেটে ফেলেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

গাছ কাটার ব্যাপারে বিষ্ণু সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি রাস্তার পাশে গাছগুলো লাগিয়ে ছিলাম। তাই আমি আমার গাছ বিক্রি করে দিয়েছি। যারা গাছ কিনেছে তারা কেটেছে।’ এভাবে উপজেলার রামদিয়া-ভূলবাড়িয়া সড়কের দুই পাশ থেকে গত দুই বছরে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি গাছ কেটে নিয়ে যায় স্থানীয়রা।

এদিকে, একইভাবে উপজেলার রামদিয়া-ভূলবাড়িয়া, নড়াইল-ফুকরা, সাফলীডাঙ্গা-আড়–য়াকান্দি, তিলছড়া-ওড়াকান্দি, সীতারামপুর-পুইশুর, সীতারামপুর-দেবাশুর, সীতারামপুর-সীতারামপুর দক্ষিণপাড়া, নড়াইল-ঘোনাপাড়া, তারাইল-গোপালপুর, ঘোনাপাড়া-সাজাইল, রাহুথড়-হাতিয়াড়া, নিজামকান্দি-তালতলা, শুক্তাগ্রাম-রাজপাট, শিল্টা-রাজপাট, সাতাশিয়া-পারুলিয়া, রামদিয়া-ওড়াকান্দি, মাঝিগাতি-গোয়ালগ্রাম, পোনা-সাজাইল ও তালতলা-রামদিয়া সড়কসহ বিভিন্ন সড়কের দুই পাশের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। কেউ রাতের আধারে, আবার কেউ দিনের বেলায় প্রকাশ্যে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছেন।

কাশিয়ানী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘গাছ কাটার ব্যাপারে ব্যবস্থা নিবেন ইউএনও স্যার। তবে কোনো ব্যক্তি রাস্তার পাশে সরকারি জায়গায় গাছ লাগালে কেটে নিতে পারবেন বলে উপজেলা পরিষদে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, এস এম মাঈন উদ্দিন বলেন, গাছ কাটার বিষয় আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close