দিনাজপুর প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৮

দিনাজপুরে আবারও বন্যার আশঙ্কা শহরে ঢুকতে পারে পানি

দিনাজপুরে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দিনাজপুর পুনর্ভবা (কাঞ্চন) নদীর পানি বিপদসীমার ওপরে অতিক্রম করেছে। শহরের হঠাৎপাড়া এবং বালুয়াডাঙ্গা এবং চককাঞ্চন এলাকার কিছু বাড়িতে ঢুকে গেছে বন্যার পানি। জনসাধারণ মালামালগুলো সরিয়ে নিচ্ছেন যে যার মতো। সরেজমিনে গিয়ে জানা যায়, জনসাধারণ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় মালামাল নিয়ে জড়ো হচ্ছেন। কিছু এলাকায় বন্যার পানি দিয়ে বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় বিভিন্ন বস্তিবাসী এবং বস্তি ও আশপাশের এলাকায় বন্যা আতঙ্ক বিরাজ করছে। পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার মধ্যে দিয়ে। সুইস গেট দিয়েও থামানো যাচ্ছে না বন্যার পানি। হঠাৎ করে এমন অস্বাভাবিকভাবে পানি বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। পানিতে ডুবে যাওয়া লাইলী বলেন, ইন্ডিয়া আবারও পানি ছেড়ে দিয়েছে যার ফলে আমার বাড়ি-ঘর পানিতে ডুবে যায়। আমি কিছু মালামাল নিয়ে রাস্তায় এসেছি। সারা রাত ঘুমোতে পারিনি আমরা বেশ কয়েকটি পরিবার। এ দিকে গাবুড়া ব্রিজ দিয়েও বিপদসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে এবং আত্রাই নদীও ভরাট। সেখানেও আশেপাশের কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। সুধী মহলেরা মনে করছেন, ২৪ ঘণ্টার মধ্যে দিনাজপুর শহরে বন্যার পানি প্রবেশ করতে পারে।

গেল কিছু দিন আগেও দিনাজপুরে ভয়াবহ বন্যা হয়েছিল। যা দিনাজপুরের ইতিহাসে ছিল স্মরণকালের ভয়াবহ বন্যা। দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর জানান, আমি পুনর্ভবা (কাঞ্চন) নদীর পানি বেড়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমি জেলা ত্রাণ কর্মকর্তা এবং সদর ইউএনওকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীর পানি বেড়েই চলেছে এবং ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist