বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ০৮ মে, ২০১৮

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের কুরশাইট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভটিজিং ও মাদকদ্রব্য বন্ধের দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছে। গতকাল সোমবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরাও অংশ নেন। এ সময় বক্তব্য দেন নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াসিন আলী সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামাল, ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক ইসরাফিল হক, সহকারী শিক্ষক মহসিন আলী প্রমুখ। উল্লেখ্য, গত ১ মে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ১০ ছাত্রীকে স্থানীয় কিছু বখাটে উত্যক্ত করে। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজসহ বড়াইগ্রাম থানায় পৃথক লিখিত অভিযোগও দেওয়া হয়। মানববন্ধনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist