বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

হাসপাতালের ১৫ লাখ টাকা নিয়ে ব্যবস্থাপক উধাও!

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক তৌফিক ইলাহী ১৫ লাখ টাকার হিসাব না দিয়ে কয়েক দিন যাবত আত্মগোপন করে আছে বলে অভিযোগ করেছে হাসপাতালের মালিকপক্ষ। তার খোঁজ জানতে ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণার পাশাপাশি থানায় অভিযোগে দায়ের করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজু চৌধুরী জানান, ২০১৬ সালের ডিসেম্বর মাসে বুরুজবাগান জেনারেল হাসপাতালে ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হয় তৌফিক ইলাহী নামের এক ব্যক্তিকে। ২০১৭ সালের নভেম্বর মাসে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে তৌফিক ইলাহী মাদকাসক্ত হয়ে পড়েছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে থাকা হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য তাকে বলা হয়। তৌফিক হিসাব বুঝিয়ে দিতে গড়িমসি শুরু করে। ইতিমধ্যে কর্তৃপক্ষ ব্যবস্থাপক পদে আরো একজনকে নিয়োগ দিয়ে তৌফিককে তিনদিনের মধ্যে হিসাব বুঝিয়ে দিতে আবারো বলা হয়।

এ দিকে তৌফিক নতুন নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপকসহ কর্মচারীদের দিতে হুমকি দিতে থাকে। তার হুমকিতে কয়েকজন নার্স ও আয়া চাকরিও ছেড়ে দেন। গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালের সমগ্র হিসাবের খাতা ও নগদ ১৫ লাখসহ তিনি উধাও হয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অনেক খোজাখুজি করেও না পেয়ে তৌফিকের নামে গতকাল বুধবার সকালে শার্শা থানায় অভিযোগ দায়ের করেন। তার সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজু চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist