আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৮

আদমদীঘিতে ৪৪৭৩ টন চাল সংগ্রহ

বগুড়ার আদমদীঘি উপজেলার চলতি আমন মৌসুমে সান্তাহার সিএসডিসহ ৪টি গুদামে ৪ হাজার ৪৭৩ মেট্রিক টন চাল সংগৃহিত হয়েছে। সংগ্রহের অপেক্ষায় রয়েছে ৪৯৪ মেট্রিক টন চাল। এদিকে সরকারের সাথে চুক্তিবদ্ধ না হওয়ায় উপজেলায় ১৭৬টি চালকল মালিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। জানা গেছে, আদমদীঘি উপজেলায় অটোসহ ২৩০টি চাল কল বা চাতাল রয়েছে। এরমধ্যে গত বোরো মৌসুমে সরকারকে চাল দেওয়ার চুক্তি না করায় ১৭৩টি চালকল মালিককে কালো তালিকাভুক্ত করা হয়। অপর ৫৭টি চালকল মালিক চুক্তি মোতাবেক সরকারী খাদ্য গুদামে চাল প্রদান করেন। চলতি আমন মৌসুমে ৫৭টি চালকলের চালকলের মধ্যে আরও ৩টি চালকল সরকারের সাথে চুক্তিবদ্ধ না হওয়ায় তাদেরও কালো তালিকাভুক্ত করা হয়। বাকি ৫৩টি চালকল মালিক সরকারের সাথে চুক্তি মোতাবেক খাদ্য গুদামে চাল সরবরাহ করছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহেন শাহ জানান, ২০১৬ সালের ৭ ডিসেম্বর চলতি আমন মৌসুমে সরকারী ভাবে ৩৯ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হয়েছে। গত বৃহস্পতিবার পযর্ন্ত ৫৩টি চালকল মালিকদের মাধ্যমে সান্তাহার সিএসডি, আদমদীঘি সদর, নশরতপুর ও সান্তাহার এলএসডি খাদ্য গুদামে মোট ৪ হাজার ৪৭৩ মেট্রিক টন হাল সংগৃহিত হয়েছে। অবশিষ্ট চাল আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংগৃহিত হওয়ার বিষয়ে আমরা আশাবাদী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist