ঝিনাইদহ প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৮

ঝিনাইদহ পৌরভবন থেকে তিন লাখ টাকা লুট

ঝিনাইদহ পৌরভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পৌর ভবনের ৭টি কক্ষের তালা ভেঙে নগদ তিন লাখ লুটে নেওয়া হয়েছে। তছনছ করা হয়েছে আলমারীর ড্রয়ার। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পৌর সচিব আজমল হোসেন।

পৌর সচিব আজমল হোসেন জানান, মুখোশ পরা এক চোর পৌরভবনের মূল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর দ্বিতীয় তলায় নাইট গার্ডের কক্ষে তালা লাগিয়ে নীচতলার হিসাব বিভাগ, লাইসেন্স, জরিপ, স্বাস্থ্য, বাজার শাখা, কর বিভাগ ও সচিবের কক্ষের তালা ভেঙে ফেলে। এ সময় আলমারীর তালা ও ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা লুটে নেয় ওই চোর। প্রায় এক ঘন্টা ১০ মিনিট ধরে চোর এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, পৌরসভার নিজস্ব সিসিটিভি ক্যামারেতে চোরে কর্মকান্ডের রেকর্ড রয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে চুরির ঘটনাটি জানতে পারেন পৌর সচিব। ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।

পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, অফিসের অনেক ডকুমেন্টসহ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। আমি দাফতরিক কাজে ঢাকাতে রয়েছি। এই সুযোগে একটি চক্র ষড়যন্ত্র করে পৌরসভা কার্যালয়ের চুরির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ এমদাদুল হক বলেন, পৌরভবনে চুরি ঘটনাটি রহস্যজনক। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist