ঢাবি প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০১৭

প্রশ্ন ফাঁসের অভিযোগ

ঢাবির কর্মকর্তাকে বদলির সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মুনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন চাকরি ও ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। তাকে অনুষদ থেকে বদলির সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। তিনি জানান, গত মঙ্গলবার এ অভিযোগের ভিত্তিতে মুনির হোসেনের বদলির জন্য ঢাবির উপাচার্যের কাছে এক চিঠি দেওয়া হয়েছে।

শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘গত বছরের ডিসেম্বরে একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিমানবাহিনীর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগে আমরা তাকে অনুষদ থেকে বহিষ্কার না করে অন্যত্র বদলি করার জন্য উপাচার্য বরাবর চিঠি দিয়েছি।’ সামাজিক বিজ্ঞান অনুষদ সূত্রে জানা যায়, ওই সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে গত বছরে ঢাবির ‘ঘ’ ইউনিট, চলতি বছরের জনতা ব্যাংকসহ কয়েকটি সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। তা ছাড়া তিনি নিয়মিত অফিসও করতেন না।

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আমার কাছে এ বিষয়ে একটা চিঠি এসেছে। আমি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠিটা দিয়েছি। ওখান থেকে একটা রিপোর্ট এলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist