আদালত প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

ন্যাশনাল মেডিক্যালকে জাতীয়করণে রিট

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে (জাতীয়) সরকারীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। রিটে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালকে সরকারীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, কলেজের পরিচালনা পর্ষদের (অ্যাডহক) চেয়ারম্যান, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিবাদী করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে বলেও জানান আইনজীবী। ইউনূস আলী আকন্দ বলেন, ব্রিটিশ আমলে ১৯২৬ সালে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist