নিজস্ব প্রতিবেদক

  ২০ মে, ২০১৭

‘লাগেজ কাটা’ ছয় বিমানকর্মী গ্রেফতার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ কেটে চুরির অভিযোগে বাংলাদেশ বিমানের ছয় কর্মীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-শামীম হাওলাদার, আজাদ, লাভলু, মনির হোসেন, নজরুল ইসলাম, আমিরুল। তারা বিমানবন্দরে ক্যাজুয়াল কর্মী (ট্রাফিক হেলপার) হিসেবে কর্মরত।

গতকাল শুক্রবার দুপুরে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফরহাদ হোসেন জানান, লাগেজ কেটে চুরির অভিযোগে বিমানের ছয় কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের এক এস আই। শনিবার রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে। এস আই ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইট অবতরণ করে। বিমানের কার্গো হোল্ডিং থেকে যাত্রীদের লাগেজ খালাসের কাজ করছিলেন বিমানের ট্রাফিক হেলপাররা। এ সময় এক যাত্রীর লাগেজ কেটে মালয়েশীয় মুদ্রা ও বাংলাদেশি টাকা নিয়ে নেন তারা। গ্রেফতারদের কাছ থেকে ৯০০ মালয়েশিয়ান রিংগিত ও ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist