নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৭

বিসিএসআইআরে খুদে বিজ্ঞানীদের প্রকল্প নিয়ে মেলা

বাসযোগ্য এক পৃথিবী গড়ার স্বপ্নে বিভোর একদল খুদে বিজ্ঞানীর নানা প্রকল্প নিয়ে রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। খুদে বিজ্ঞানীদের ১৪৬টি প্রকল্প নিয়ে শুরু এই মেলায় প্রদর্শিত হচ্ছে বিসিএসআইআরের বিভিন্ন গবেষণা কর্মকান্ডও; ঠাঁই পেয়েছে শিল্প উদ্যোক্তাদের নানা পণ্য। গতকাল বৃহস্পতিবার সকালে বিসিএসআইআর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। মন্ত্রী মেলায় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রকল্প দেখে তাদের প্রশংসা করেন। তিনি বলেন, আজকাল অনেক অভিভাবকই বলছেন, ছেলেমেয়েরা আর বিজ্ঞান পড়তে আগ্রহী নয়। কিন্তু দেখুন তো বিজ্ঞান তাদের হাতে কি না ধরিয়ে দিয়েছে। তারা তো সারা দিন টেপাটেপিতে ব্যস্ত। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তারা মেধা, মনন, উৎকর্ষের স্বাক্ষর রেখে অনেকদূর এগিয়ে গেছে। খুদে বিজ্ঞানীদের প্রশংসার পাশাপাশি তাদের উৎসাহ দেওয়ার প্রসঙ্গ টেনে ইয়াফেস ওসমান বলেন, তাদের ধ্যানধারণার সঙ্গে নিজেদের মেলাতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist