ঢাবি প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৭

মেয়র আনিসুল বললেন

ফায়ার সার্ভিসে লোকবল কম

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক বলেছেন, ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা অনুযায়ী ঢাকায় ফায়ার সার্ভিসের জনবল থাকার কথা ১০ হাজার, কিন্তু আছে মাত্র ৫০০ জন। অন?্যদিকে ফায়ার স্টেশন থাকার কথা ৫০টি, কিন্তু আছে মাত্র ১২টি। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের অগ্নিকান্ডের ঘটনা নাশকতা বলে ব্যবসায়ীরা সন্দেহ করলেও মেয়র আনিসুল হক তা উড়িয়ে দিচ্ছেন। ওই অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে দেখতে পুলিশ ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোলটেবিল বৈঠকে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist