নিজস্ব প্রতিবেদক

  ১৬ নভেম্বর, ২০১৯

বংশালে র‌্যাবের অভিযান

নকল প্রসাধনী তৈরির দায়ে তিনজনকে জেল-জরিমানা

রাজধানীর বংশালে সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অভিযান চালিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নকল প্রসাধনী তৈরি, মজুদ ও বাজারজাত করার দায়ে তিনজনকে জেল-জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করে তা ধ্বংস করা হয়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতকে সহায়তা করে র‌্যাব-৩ এর মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযানটি চালানো হয়। এ সময় আদালত দেখতে পান, কিছু অসাধু ব্যবসায়ী নকল প্রসাধনী সামগ্রী তৈরি, মজুদ বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এসব অপরাধে শাহাদাৎ হোসেন নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া মিজান ও কামরুল ইসলাম নামে দুই ব্যবসায়ীকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত তিন অসাধু ব্যবসায়ীর দোকান ও গুদাম থেকে ২ হাজার ২০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের নকল শ্যাম্পু, ৩২৪টি নকল জনসন বেবি লোশন, ৫০০টি জনসন বেবি লোশনের খালি বোতল, ১০০টি হিমালিয়া ফেসওয়াসের নকল বোতল, ৫০০টি স্টিকার, ১০০ লিটার তরল লোশন ও ১০০টি শেভিং ফোম জব্দ করে তা সবার সামনে ধ্বংস করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close