নিজস্ব প্রতিবেদক

  ০৯ নভেম্বর, ২০১৯

শাহজালালে আড়াই কেজি স্বর্ণ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ২২টি সোনার বার ও ১০টি মোবাইল ফোন জব্দ করেছেন ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ) কর্মকর্তারা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। আটক যাত্রীরা হলেন আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু ও সাইফুল ইসলাম। জব্দ করা সোনার ওজন ২ কেজি ৫৬০ গ্রাম। ডিসিএইচের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মাসকাট থেকে সিলেট হয়ে ঢাকায় আসে। গোয়েন্দা তথ্য ছিল, ওই ফ্লাইটে চোরাচালানের সোনা আসবে। এ তথ্যে কাস্টমস কর্মকর্তারা অভ্যন্তরীণ টার্মিনালে আগমনী হলে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন তিন যাত্রীকে আটক করে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ২ কেজি ৫৬০ গ্রাম সোনা (২২টি বার) ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। জব্দ করা সোনা ও মোবাইল ফোনের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা। এসব সোনা ও মোবাইল ফোন আটক রসিদ (ডিএম) করে কাস্টম হাউসে জমা রাখা হয়েছে। এ ঘটনায় আটক তিন যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close