নিজস্ব প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৯

বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় তিন ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন লাভলু (৫০) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার রাত ২টার দিকে রাজধানীর বাড্ডায় র‌্যাবের জ্যাকেট পড়ে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তিন ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন লাভলু নামে এক ডাকাতের মৃত্যু হয়। বাকি দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও র‌্যাবের জ্যাকেটসহ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close