চট্টগ্রামে ব্যুরো

  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত

মিষ্টির পাতিলে তেলাপোকা এক লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নগরীতে ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় দেখতে পান মিষ্টির প্রতিটি পাতিলেই তেলাপোকা পরে আছে। নগরীর কোতোয়ালি থানাধীন এলাকার দয়াময়ীর মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির পাতিলেই তেলাপোকা পাওয়া যায়। এ ছাড়া মিষ্টি বানানো হচ্ছিল নোংরা পরিবেশে। বিক্রি হচ্ছিল লেভেল ছাড়া ঘি। লালদীঘির পাড় এলাকার গোপালজী হোটেলেও দেখা গেল একই অবস্থা সেখানেও খাবার তৈরি করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর দয়াময়ী মিষ্টি ভান্ডারকে ১ লাখ টাকা এবং লালদীঘি এলাকায় অবস্থিত গোপালজী হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, লেবেল ছাড়া দই-ঘি বিক্রি ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় দুটি দোকানে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গোপালজী হোটেল এর লাইসেন্স না থাকায় সতর্ক করে দিয়ে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন জানান, নীতিমালা না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করায় আইনের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close