চট্টগ্রাম ব্যুরো

  ২৩ জুলাই, ২০১৯

মৎস্য সপ্তাহ উপলক্ষে সিভাসুতে আলোচনা ও শোভাযাত্রা

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) গতকাল সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বিশ^বিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’। সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে বের করা শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ।শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সিভাসু অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নূরুল আবছার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. জান্নাতারা খাতুন এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) ড. মোহাম্মদ আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শেখ আহমাদ-আল-নাহিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close