চট্টগ্রাম ব্যুরো

  ১৯ নভেম্বর, ২০১৮

শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূর করতে হবে

মেয়র আ জ ম নাছির

দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল রোববার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ এর ‘অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, শিক্ষা মৌলিক অধিকার। সরকার শতভাগ শিক্ষিত নাগরিক গড়ার লক্ষে শিক্ষা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়ন, টিফিনের ব্যবস্থা, উপবৃত্তি প্রদানসহ শিক্ষা সহায়ক নানামুখী প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার। যা বিগত কোনো সরকার দেয়নি। মেয়র বলেন, দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই পারে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close