নিজস্ব প্রতিবেদক

  ২৯ অক্টোবর, ২০১৮

শাহজালালে পাঁচটি স্বর্ণবার উদ্ধার আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি স্বর্ণের বারসহ বিমানবন্দর নিরাপত্তারক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। এ ঘটনায় স্বর্ণবহনকারী এক যাত্রীকেও আটক করা হয়। গত শনিবার রাত ৯টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানকালে তাদের আটক করা হয়।

ডিসিএইচ সূত্র জানায়, শনিবার রাত ৯টায় ঢাকায় অবতরণ করা একটি ফ্লাইটের সন্দেহভাজন যাত্রী ইয়াকুব মিয়াকে অনুসরণ করেন ডিসিএইচ কর্মকর্তারা। তাকে অবৈধ পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে জানা যায়, পাচারে সহায়তা করছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষী। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নিরাপত্তারক্ষী শরীফুল ইসলাম দৌড়ে স্টাফ গেট দিয়ে পালিয়ে যায়। পরে বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তাকে আটক করা হয়। দুজনকে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে যাত্রী ইয়াকুবের শরীর তল্লাশি করে তার জ্যাকেটের ভেতর থেকে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়। এগুলোর মোট ওজন ৫৮০ গ্রাম। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা। দুজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close